1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

অপচনশীল আবর্জনার বিরুদ্ধে রাউজানে যুদ্ধ ঘোষনা করলেম মেয়র জমির উদ্দিন পারভেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৩ Time View

প্রদীপ শীল, রাউজান
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন রাউজানের সাংসদের নির্দেশে অপচনশীল আবর্জনার বিরুদ্ধে রাউজানে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। পৌর এলাকার জনগন এতে সারা দিয়েছেন কল্পনা বাহিরে। মানুষের এই আন্তরিকতায় পৌর এলাকা হবে ক্লিন, গ্রীণ ও আদর্শ এলাকা। তিনি গতকাল ২৭ ফেব্রুয়ারী রাতে অপচশীল আবর্জনা ক্রয় অনুষ্ঠা এ কথা বলেন। আবর্জনা কেনা অনুষ্ঠান পরিদর্শন কালে দেখা গেছে, সময় তখন রাত আটটা। রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে কিশোর, নারী, যুবক-বৃদ্ধরা বাড়ির আশ-পাশ, হাট-বাজার, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে অপচনশীল আবর্জনা কুড়িয়ে বিক্রির উদ্দেশে বসেছিলেন পৌরসভা কার্যালয়ের সামনে এসেছে। পরিবেশ বান্ধব পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ তার জনসেবামূলক কাজ শেষ করে অপচনশীল আবর্জনা বেচা-কেনার অস্থায়ী হাটে আসেন । এসে প্রতিবস্তা ১০০ টাকা দরে এসব অপচনশীল আবর্জনা কিনে নেন। পরিবেশ রক্ষায় পৌরসভা কর্তৃপক্ষ অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচীর আওতায় এসব অপচনশীল আবর্জনা সংগ্রহ করতে দেখ যায়। প্রতিটি বস্তায় প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট, খাদ্য পরিবেশনের পাত্র, ফুলদানি, চ্যান্ডেল, খেলনা সামগ্রীসহ পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল আবর্জনা। কৃষিজমিগুলো ধীরে ধীরে অনাবাদিতে পরিণত হচ্ছে। তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতেই রাউজান পৌরসভার এমন উদ্যোগ বলেও জানিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর আলী, পৌরসভা যুবলীগের সহ সভাপতি সেলিম উদ্দিন,পৌরসভার যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com