1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

আগুন নিভিয়ে ইফতার করল রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা: পুড়ল দুই বসতঘর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২০০ Time View

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধি:

তখন সন্ধ্যা ৬টা ৭ মিনিট । রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে দাউদাউ করে জ্বলছিল দুটি বসতঘর। স্থানীয় কাউন্সিলর শওকত হাসান ফোন করে আগুন লাগার তথ্য দেন রাউজান ফায়ার সার্ভিসকে। তখন ইফতার করতে বসেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার সংবাদ পেয়ে তৈরিকৃত ইফতারি ফেলে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা। ততক্ষণে হতদরিদ্র রহমত আলী ওরফে বল্লা ও মুহাম্মদ আলীর কাচা বসতঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিনির্বাপণ কাজ শেষ করে ঘটনাস্থলে স্থানীয়দের আনা পানি আর ইফতির দিয়ে ইফতার করেন তারা। শনিবার (১৬ই এপ্রিল) সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেছে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সালাম সওদাগরের দোকানের পাশে মো. আলীর বাড়িতে। জানা যায়, ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্যরা আত্মীয় বাড়িতে ইফাতারি নিয়ে বেড়াতে গিয়েছিলেন। রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে এগিয়ে যান। পরে কাউন্সিলর শওকত হাসান ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুত অফিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার পর ইফতার করেন তারা।স্থানীয় কাউন্সিলর শওকত হাসান বলেন, দরিদ্র দুটি পরিবারের কিছুই রক্ষা করতে পারেনি। খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া কোন উপায় নেই। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলেও জানান তিনি। ইফতারের সময় নয়, রাত কিংবা গভীর রাত যে কোনো সময় আগুন লাগা বা দুর্ঘটনার সংবাদ পেলে ছুটে যাওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত এমনটাই জানিয়েছেন রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com