1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ পূর্বাহ্ন

আনোয়ারায় গৃহহীন পরিবারের ঘর নির্মাণ করে দিল টিম রেইনবো

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১০৪ Time View

আরমান হোসেন,আনোয়ারা প্রতিনিধি

অল্প বৃষ্টিতে ঘরে ডুকত পানি ,তপ্ত রোদে সূর্য উঁকি-ঝুকি মারত ঘরে।মাথা গোঁজানোর ঠাঁই ছিলনা কোনমতে।অভাব-অনটনের সংসারে খেয়ে না খেয়ে দিন কাটত ইদ্রিচের পরিবারের।একটি ঘর নির্মাণ ছিল স্বপ্নের কুঁটিরে বসবাস করার মতো।

আনোয়ারার উপকূলিয় বঙ্গোপসাগরের তীরে পলিথিন ও বাঁশ দিয়ে কোনমতে মাথা গোজাতেন তারা।জোয়ারের পানিতে ঘরে ডুকত পানি,বৃষ্টিতে নির্ঘুম রাত কাটত তাদের।উপজেলা রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের মোহাম্মদ ইদ্রিচ দীর্ঘদিন ধরে এভাবে বসবাস করে আসছিল।

আনোয়ারার বিভিন্ন মহলে আবেদন,অনুনয়,অনুরোধ করার পরও কেউ তার গৃহ নির্মাণে এগিয়ে আসেনি।সরকারের দেওয়া ঘরেও নেই তার নাম।এমন করুন অবস্থার কথা আনোয়ারার সামাজিক সংগঠন টিম রেইনবো”কে জানালে সংগঠনটি ইদ্রিচের পরিবারের জন্য নতুন গৃহ নির্মাণের ব্যবস্থা করে।চারদিকে রঙিন টিন দিয়ে রাঙিয়ে ইদ্রিচ পরিবারের স্বপ্ন পূরণ করল টিম রেইনবো।

গত শনিবার ০৫ জুন বিকাল ০৪ টায় মায়াকুঞ্জ নামক নির্মাণ করা ঘরটি টিম রেইনবোর সদস্যরা তার কাছে হস্তান্তর করে।

গৃহহীন মোহাম্মদ ইদ্রিচ বলেন, এতদিন ঘর ভাঙা থাকায় ঝড়-বৃষ্টিত বেশি হষ্ট পাই। বাজান তোয়ারা যদি আরে ঘর বানায় দনে এতদিন পর চোখ বুঝি ঘুম যাইত পারগুম।আল্লাহর হাছে তোয়ারারে মনোত্তোন দোয়া গরির।

সংগঠনের এডমিন রিয়াদুল আলম জানান,
আমাদের সংগঠনের বিভিন্ন মানবিক প্রজেক্টের মধ্যে স্বাধীন প্রকল্প অন্যতম।এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত আমরা ৩টি পরিবারকে মায়াকুঞ্জ গৃহ উপহার দিয়েছি।
এর মধ্য দিয়ে আমাদের সংগঠন ৬১টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে।টিম রেইনবোর মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরও বৃদ্ধি করার পরিকল্পনা চলছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com