1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন

আনোয়ারা ইউপিতে মেম্বার পদে দৌড়ঝাঁপ, এক ওয়ার্ডে মেম্বার প্রার্থী ৯ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ Time View


আরমা হোসেন, আনোয়ারা প্রতিনিধি
আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ইউপি নির্বাচন।২০ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ইউপি সদস্যদের প্রচার প্রচারণা।নির্বাচনের আমেজে পাড়া-মহল্লা সরগরম।মিছিল,মিটিং ও উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীরা প্রচার কার্যক্রম শুরু করেছে।
উপজেলার ০৪ নং বটতলী ইউনিয়নেও নির্বাচনের আমেজ বিরাজ করছে।একদিকে চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা।অন্যদিকে মেম্বার প্রার্থীদের দৌড়ঝাঁপ শুর হয়েছে।
বটতলী ইউপির ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচনে মেম্বার প্রার্থীদের মধ্যে চলছে ভোটারদের মন জয়ের লড়াই।এই ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হয়েছে ৯ জন।৩হাজারের কাছাকাছি ভোট নিয়ে চলবে ৯ মেম্বার পদপ্রার্থীর লড়াই।প্রতিটি পাড়া মহল্লায় রয়েছে এলাকার প্রার্থী।এতে, বটতলী হলিদিয়ার পাড়ায় মেম্বার পদপ্রার্থী ওমর ফারুক(মোরগ),হারুন( টিউবওয়েল),
আকতার হোসেন মনু(ঘুড়ি),মোঃ বাবু (ব্যাট)।মমতাজ পাড়ায় শহিদুল ইসলাম মুরাদ(টচ লাইট),জয়নগর পাড়ায় আজিম উদ্দিন(ফুটবল),আবদুল মাবুদ (আপেল),দোভাষী পাড়ায় নুরুল আলম(সিলিং ফ্যান) ও মোল্লা পাড়ায় মোহাম্মদ মনছুর (তালা) মার্কায় মার্কায় প্রতিদ্বন্দ্বি করছেন।
নিজস্ব প্রার্থী নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছে প্রার্থীরা।এদিকে একই ওয়ার্ডে ৯ জন প্রার্থী হওয়ায় ভোট যুদ্ধ ও হামলা-মামলা নিয়ে উদ্বিগ্ন এলাকার শান্তি প্রিয় জনতা।
স্থানীয় ব্যক্তিরা বলেন, যার যার পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিক।আমরা সুষ্ঠু নির্বাচন চাই।নির্বাচনের মাধ্যমে এলাকার সম্প্রতি,ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com