1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের উদ্যোগে আ’লা হযরত কনফারেন্সে বক্তারা — সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করতে হলে অবশ্যই আ’লা হযরতের চিন্তা, চেতনা ও দর্শনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

রফিকুল আলম।।

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর উদ্যেগে ১০ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা হযরত ইমাম আহমাদ রেযা খান ফাজেলে বেরলভী (রহঃ) স্মরণে আ’লা হযরত কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত হযরতুল আল্লামা অধ্যক্ষ শেখ আব্দুল করিম সিরাজনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক এম. পি.।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর কো-চেয়ারম্যান শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হাসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। প্রধান আলাচক হিসেবে বক্তব্য পেশ করেন ভারত থেকে আগত স্বনামধন্য ইসলামিক স্কলার আল্লামা ক্বারী মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বারাকাতী। স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর মাননীয় মহাসচিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী।
অনুষ্ঠানে বক্তারা আ’লা হযরতের মহিয়ান জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন- আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান ফাজেলে বেরলভী (রহঃ) ছিলেন অত্যন্ত মেধা ও প্রজ্ঞাবান মানুষ। ইসলামের প্রায় সকল শাখাতেই তার প্রখর চিন্তা চেতনার ছাপ পাওয়া যায়। তিনি ইসলামী আকায়েদ, ইসলামী দর্শন, তাফসীর, ইসলামী অর্থনীতি, গণিত শাস্ত্রসহ বিভিন্ন বিষয় প্রায় দেড় হাজার গ্রন্থ রচনা করেন। যা যুগ যুগ ধরে মুসলমান সমাজের পাথেয় হয়ে থাকবে। সুতরাং মালিক ইসলাম তথা প্রকৃত ইসলামকে বুঝার জন্য আ’লা হযরত চর্চার কোনো বিকল্প নেই। দশক সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করতে হলে অবশ্যই আ’লা হযরতের চিন্তা, চেতনা ও দর্শনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
বক্তাগণ আরো বলেন- আ’লা হযরতের লিখনীর মূল চেতনাই ছিলো হুব্বে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রেম ব্যাতিত কেউ প্রকৃত মোমিন হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রেমে উজ্জীবিত হয়ে আ’লা হযরতের চিন্তা চেতনায় আহলে সুন্নাত ওয়াল জামাআতের নতুনত্ব সমাজ পরিবর্তনের আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। মুহাম্মদ আবদুল মতিন এবং মাওলানা ছাদেকুর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠান দেশের প্রখ্যাত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, ইসলামী গবেষক, রাজনীতিবিদ, পেশাজীবিসহ সারা দেশের আ’লা হযরত প্রেমিকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত গাজী এম.এ. ওয়াহিদ সবুরী ফকির, সৈয়দ মুসলিম উদ্দিন নূরী আল কাদেরী, পীরে তরিকত আল্লামা কাজী গোলাম মহিউদ্দিন লতিফি, পীরে তরিকত আল্লামা আব্দুল করিম আল কাদেরী, পীরে তরিকত হারুনুর রশিদ রজভী, পীরে তরিকত আল্লামা আব্দুর রহমান আলকাদেরী, অধ্যাপক ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন, পীরে তরিকত আল্লামা সৈয়দ মো’তাসীম বিল্লাহ রাব্বানী, পীরে তরিকত হাবিবুল্লাহ আল-কাদেরী, পীরে তরিকত আল্লামা সাকিউল কাউসার, পীরে তরিকত আল্লামা আব্দুল আউয়াল আল কাদেরী, পীরে তরিকত ডক্টর এ এফ এম মহিউদ্দিন আল কাদেরী, পীর তরিকত আল্লামা রুহুল আমিন আল কাদেরী, পীর তরিকত আল্লামা এম কে এম মোবারক আলী, পীরে তরিকত আল্লামা শাহ আলম নঈমী আশরাফী, পীরে তরিকত আল্লামা ওয়ালী উল্লাহ আশেকী, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাসান, হযরতুল আল্লামা ড. এহসানুল হাদী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী মহাসচিব মাওলানা আ.ন.ম. মাসউদ হোসাইন আল-ক্বাদেরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহ জালাল, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজী, হযরতুল আল্লামা ইবরাহিম আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা ড. মাহবুবুর রহমান, অধ্যাপক এম এ মামুন, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ড. আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আলাউদ্দিন জিহাদী, ড. এরশাদ আহমদ বোখারী, পীরে তরিকত রফিকুল আজম আশরাফি, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, আল্লামা অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা, অধ্যক্ষ আল্লামা সফিকুল আমিন পাটোয়ারী, আল্লামা সফিকুল ইসলাম শাহপুরী, শাহজাদা আবুল ফোরকান হাশেমী, মাওলানা হাফেজ আহমাদ রেযা আশরাফী, মাওলানা অধ্যক্ষ মোল্লা শহীদ আহমদ, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব ফিরোজ আলম খোকন, জনাব মনজুর উল করীম চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা ছদরুদ্দিন আল আজহারী, পীরে ত্বরিকত ইউনুস গাফ্ফারী বকশী, শাহজাদা মাওলানা আলাউদ্দিন আল ক্বাদেরী, শাহজাদা সামিউল আসরার, মাওলানা মুফতি মাহমুদুল হাসান আনসারী, যুব পরিষদ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি পীরজাদা মাজহারুল করিম চৌধুরী, যুব নেতা শফিক আল মোজাদ্দেদী, মাওলানা তামিম বিল্লাহ আল কাদেরী, মাওলানা দেলোয়ার হাসেন নঈমী, শাহজাদা আব্দুল্লাহ হীল বাকী, আবু সালেহ পঞ্চগড়ী, মাওলানা মিজানুর রহমান তাহেরী, যুবনেতা কবির হোসেন প্রধানীয়া, গাজী ওবায়দুল হক, মাওলানা হাসান জুলহাস, যুবনেতা মোহন মজুমদার, আইয়ুব তাহেরী, আবু হানিফ রিপন, হাফেজ শাহ জালাল, সাগর শামীম, ইমরান কাদেরী, জাকির হোসেন আশরাফি প্রমুখ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com