1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

ইসলামী ছাত্র আন্দোলন সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ১৬৮ Time View

চন্দনাইশ প্রতিনিধি


স্বচ্ছ,দক্ষ ও জবাবদিহীপূর্ণ রাষ্ট্র গঠনে ইসলামই কার্যকারী পন্থা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা সভাপতি কাজী আবরার হানিফ মারুফের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এম জুনাইদুল হক ও জেলা তথ্য, গবেষনা ও প্রচার সম্পাদক মীর মুহিব্বুল্লাহ এর সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা (দক্ষিণ) এর জেলা সম্মেলন ২২ জানুয়ারী চন্দনাইশ হল টু ওয়ানটি ফোরে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। তিনি বলেন, ইসলাম মানবজাতির সকল সমস্যার সমাধান। তাই ইসলাম এর প্রত্যেকটি বিষয় রাসূল সা.এর আদর্শে পরিচালিত করতে হবে। ইসলামের সুমহান সংবিধান দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবনকে আলোকিত করতে হবে। রাসুল (সাঃ) এর রাজনীতি পন্থা কে সর্বত্র ছড়িয়ে দিয়ে জনকল্যাণমূলক রাষ্ট্র ও সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বক্তব্য শেষে ২০২১ সালের কমিটি বিলুপ্ত করে চট্টগ্রাম জেলা দক্ষিণ কে দু-ভাগে ভাগ করে ২০২২ইং সালের কমিটি ঘোষণা করেন।

সভাপতি: মুহাম্মাদ মারুফুল ইসলাম, সহ সভাপতি: এম জুনাইদুল হক, সাধারণ সম্পাদক: আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা (দক্ষিণ)শাখার নবগঠিত কমিটি ২০২২ইং সভাপতি: মুহাম্মদ আব্বাস উদ্দিন সহ-সভাপতি : আতিকুর রহমান, সাধারণ সম্পাদক: মুহাম্মদ সায়মুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা ড. বেলাল নূর আজিজী, প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মিশকাতুল ইসলাম।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com