রফিকুল আলম
উত্তর- দক্ষিন চট্টগ্রামের উপজেলার ইটভাটা গুলোতে গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে ইট বিক্রি। ইটভাটার ছাড়পত্র নবায়ন না করা ও শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ইটভাটার বিরুদ্ধে মামলার কারণে চট্টগ্রাম ইট প্রস্তুত মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ইট বিক্রি বন্ধ রেখেছে। ফলে সরকারী ও বেসরকারী উন্নয়ন কাজ থমকে গেছে। উন্নয়নে পিছিয়ে পড়বে চট্টগ্রাম। ইটভাটা ও উন্নয়ন মূলক কাজ করতে আসা দেশের বিভিন্ন জেলা হতে হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে । এরই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলার প্রায় ৪০টি ইটভাটায় ইট বিক্রি বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে।
এখন চলছে ইট তৈরির মৌসুম।সরকারের উন্নয়নমূলক কাজ ছাড়াও উপজেলার অভ্যন্তরীণ উন্নয়নকাজে এসব ইটের ভাটা থেকে ইট সরবরাহ করা হয়। ইট বিক্রি বন্ধ থাকায় এসব কাজে স্থবিরতা নেমে এসেছে। ইট বিক্রেতাদের ধর্মঘট অব্যাহত থাকলে এর প্রভাব পড়বে চলতি অর্থবছরে সরকারী ভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজে। তাছাড়া সরকারী ভাবে ঠিকাদারের জন্য প্রতিটি ইটের মূল্য সিডিউলে নির্ধারিত। কিন্তু ইটের মূল্য বৃদ্ধির কারনে ক্ষতির মূখে পড়েছে ঠিকাদাররা।
সে সাথে নিদিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে না। ইটভাটার শ্রমিক ছাড়া ও ঠিকাদার ও গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে গ্রামের মানুষের কর্ম বন্ধ হয়ে গেছে। এঅবস্থা অব্যাহত থাকলে কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে দূর্ভোগে পড়বে। সারাদেশে একই ধরনের ইটের ভাটা রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ইটের ভাটাগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা অনেকটা এ অঞ্চলের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার সুদূরপ্রসারী পরিকল্পনা মনে করছেন ইটের ভাটার মালিকরা।
চট্টগ্রাম ইট প্রস্তুত মালিক সমিতির আহবায়ক, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন,আমাদের জন্ম বৈধভাবেই হয়েছে। সময়ের পরিবর্তনে ইটভাটা আইন হয়েছে। শুরুতে ড্রাম চিমনির ইটের ভাটায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছে। পরবর্তীতে বলা হলো চিমনি ১২০ ফুট করতে হবে। তাও করা হলো। এরপর বলা হলো জিগজাগ ইটের ভাটা করতে হবে। তাও করা হলো।
হঠাৎ করে আইনের সংস্কারে ২০১৬ সাল থেকে আমাদের ছাড়পত্র মিলছে না। সারাদেশে একই অবস্থা। কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের ইটের ভাটাগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, একটি ইট ভাটায় বিভিন্ন কাজের তিন থেকে চারশো শ্রমিক জড়িত। প্রতিটি ইটের ভাটায় গড়ে প্রায় ১০ হাজার ইট বিক্রি হয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থায় যে দরপত্র দেয়া হয় (যেখানে ইটের কাজ থাকে) তার শিডিউল তৈরি করা হয় ইটের মূল্যের উপর। চলতি অর্থবছরে চট্টগ্রামের ১৬ উপজেলায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ চলছে তাতে ৩০ কোটির বেশি ইট লাগবে। প্রতিবছর একেকজন ইট ভাটার মালিক ১০ থেকে ১২ লাখ টাকা রাজস্ব দিয়ে থাকেন। কিন্তু আইনি প্রতিবন্ধকতার কারণে আমরা অসহায় হয়ে পড়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়িতে ৪০টি ইটভাটা থাকলেও কয়েকটি বন্ধ রয়েছে। হাই কোর্টের নির্দেশে এ পর্যন্ত ৭টি ভেঙ্গে ফেলা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোতে ও উচ্ছেদ অভিযান চালানো হবে।