1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

একে ৪৭ সহ বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সরঞ্জামাদি ও গোলাবারুদসহ আটক ৫ জনের পরিচয় মিলেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১০ Time View
Tasib Internet and crest house

ফটিকছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সীমান্তে যৌথবাহিনীর অভিযানে একটি একে-৪৭, চারটি মর্টার, একটি পয়েন্ট ২২ মি. মি. রাইফেল, একটি এম-১, পাঁচ জোড়া ইউনিফর্ম, একটি চায়না পিস্তল, একটি এলজি শর্ট ব্যারেল, ৩৬ রাউন্ড এলজি এ্যামো, সাত রাউন্ড একে-৪৭ এ্যামো, ২৪ রাউন্ড এম-১ এ্যামো, ছয়টি মোবাইল ফোন, ১১০ ভারতীয় রুপি, দুটি ওয়াকিটকি, ছয়টি বাউন্ডার, ৩৭টি কাঁচের বোতল ও মাইন তৈরির সরঞ্জামাদি সহ আরো ৪৪ প্রকার আগ্নেয়াস্ত্র সরঞ্জামাদি ও গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। গত শনিবার ২৫ ফেব্রুয়ারি ভোর রাতে গুইমারা রিজিয়নের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা পুলিশ ১০ ঘণ্টার অভিযানের পরে তাদের আটক করে। আটকের পর তাদের পরিচয় গতকাল রবিবার নিশ্চিত করে পুলিশ।

তাদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় The arms act, 1878 এর 19-A অবৈধভাবে আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখাত অপরাধে মামলা দায়ের করে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দুইল্যাছড়ি ও বটতলীর গহীনে টানা ১০ ঘণ্টার অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচজনকে আটক করা হয়। তবে আটকৃতদের নাম ও ঠিকানা আটকের পর আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে পারেনি।

গতকাল থানা সুত্রে ৫ সন্ত্রাসীদের পরিচয় মিলেছে। তারা হলেন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনট্যহরী ইউপির দেবাতলী অং থুই কারবারী বাড়ির কংক্য মারমার ছেলে চহলা মারমা (২১), একই উপজেলার দেবাতলী গ্রামের অং থুই কারবারী বাড়ির মৃত আপ্রুসি মারমা (২৫), বান্দরবান সদরের রেইচা ইউপির রওজাপাড়া মনু সিং মারমার ছেলে উমং সিং মারমা (২২), খাগড়াছড়ি মানিকছড়ির তিনট্যহরী ইউপির অং থুই কারবারী বাড়ির দাইজ্জা পাড়ার ক্যউ চিং মারমার উসাজাই মারমা (২১) ও রাঙ্গামাটি বিলাইছড়ি তুনুকছড়ির থুইবাই মারমার ছেলে অংথোয়াইচিং মারমা (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গহীন অরণ্যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজি ও সশস্ত্র অবস্থানের তথ্যে শনিবার ভোর রাতে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ও লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী এবং ফটিকছড়ি থানা পুলিশ অভিযান শুরু করে। সকাল ১১টার পর একটি বসত ঘরে লুকিয়ে থাকা ও চৌকির নিচে স্তুপ করে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচজনকে আটক করা হয়। ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বটতলী এলাকায় যৌথবাহিনীর অভিযানে আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে The arms act, 1878 এর 19-A ধারায় মামলা দায়ের করা হয়েছে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com