1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

কর্মহীন গণপরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ালেন এডিশনাল এসপি—চাটগাঁইয়া খবর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৬৭২ Time View
Tasib Internet and crest house


মোঃ সাইফুল ইসলাম,লোহাগাড়া থেকেঃ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা করোনা পরিস্থিতির সুচনালগ্ন থেকে গরীব অসহায় খেটে খাওয়া কর্মহীন তথাপি মধ্যবিত্ত সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছেন এবং অদ্যাবধি সার্বিক সহযোগীতা চালিয়ে যাচ্ছেন।
এবার তিনি ৫০ জন কর্মহীন গনপরিবহন শ্রমিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। আজ ১৮ মে সোমবার সাতকানিয়া আলিয়া মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ ত্রান সামগ্রী বিতরন করেন। এ প্রসঙ্গে সাতকানিয়া সার্কেলের সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা বলেন, পুরো দেশ আজ করোনা ভাইরাস বা Covid-19 এ স্তবির হয়ে গেছে। প্রিয় মাতৃভূমির এমন রুপ এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখে নি।গণপরিবহন শ্রমিকরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। তাদের কোনো আয় নেই, রোজগার নেই, পেটেও খাবার ও নেই। এই দুর্যোগপূর্ণ মূহুর্তে তাদের পাশে দাড়ানো আমাদের সকলের দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে গণপরিবহন শ্রমিকরা তাদের জীবন বাজি রেখে সরকারকে সহযোগিতা করেন। তিনি আরো বলেন, দেশের দুযোর্গকালীন সময়ে মানুষের জীবন বাচাঁতে বাংলাদেশ পুলিশ জীবনের ঝুকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুই হাজারের অধিক পুলিশ সদস্য বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে পড়েছে। অন্ততঃ তাদের কথা চিন্তা করে হলেও আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন। নিজে বাচঁন,পরিবারকে বাচাঁন। এসময়,মালিক শ্রমিক কল্যান সমিতিকে ও দুযোর্গকালীন সময়ে গণপরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে আহবান জানান তিনি।

২০২০.০৫.১৮,৮:৫০ পি এম



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com