সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামুআলাইকুম
প্রিয় বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধন তৈরি করে স্কুলের উন্নয়ন, স্কুলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য, প্রিয় শিক্ষকমন্ডলী যাদের হাতে গড়ে উঠে সহস্র প্রাক্তন শিক্ষার্থী দেশে বিদেশে আলো ছড়াচ্ছে, সেই সব শিক্ষা গুরুজনদের সহযোগিতায় এগিয়ে আসাসহ সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয় নিয়ে গত 2020 সালের জানুয়ারি মাসের 2য় সপ্তাহে এই গ্রুপটির সৃষ্টি হয় ।
এক বছরের কাছাকাছি সময় পর্যন্ত গ্রুপটিতে মেম্বার সংখ্যা 1800 জনের কাছাকাছি। এই গ্রুপটি খোলার প্রথম উদ্দেশ্য হচ্ছে_ সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম তৈরী করা। এই উদ্যোগের সাথে জড়িত গ্রুপের প্রিয় এডমিন/মডারেটরসহ সক্রিয় সকল মেম্বারদের সহযোগিতায় সামাজিক যোগাযোগ ও সম্পর্ক তৈরীর ক্ষেত্রে আমরা সফলতার দ্বার প্রান্তে ইতিমধ্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। যাঁদের আন্তরিক প্রচেষ্টায় এই দুঃসাধ্য কাজটি অতি কম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পেরেছি, তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানাই।
প্রাণের বিদ্যাপীঠ কেন্দ্রীক এই গ্রুপটির বর্ষপূর্তি উপলক্ষে অধিকাংশ সিনিয়র ও জুনিয়র প্রাক্তন শিক্ষার্থীর অনুরোধক্রমে আগামী 08/01/2021 খ্রি. তারিখ শুক্রবার বিকাল 3:00 ঘটিকায় কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। অনুষ্ঠানসূচীঃ 1, বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা, 2, স্কুল কেন্দ্রীক উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারন বিষয়ক আলোচনা, 3, বিবিধ।