প্রদীপ শীল, রাউজানঃ
\ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। ৬ ডিসেম্বর রোববার সকালে রাউজান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মহা সড়কে মিছিল করেন সংগঠনটি।
বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-রাঙামাটি সড়ক হয়ে জলিলনগর বাস স্টেশন প্রদক্ষিণ করে সমাবেশস্থল এসে শেষ হয়। সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দীন খাঁন, দপ্তর সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, পৌর আ.লীগের সি.সহ সভাপতি জসিম উদ্দীন,
আ.লীগ নেতা আহসান হাবিব চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, তছলিম উদ্দীন, মুক্তিযোদ্ধা ইউছুপ খাঁন চৌধুরী, যুবলীগ নেতা কাজী রাশেদ, তপন দে, আলমগীর আলী, জিয়াউল হক রোকন, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী, নাছির উদ্দীন, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অসিফ, মোহাম্মদ আজম,রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, রাউজান উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বেলাল হোসেন সিফাত প্রমুখ।