১৮ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রামের কোতয়ালীতে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।সংস্থাটির কোতয়ালী শাখা অফিসে মেডিসিন, গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগন দিন ব্যাপী প্রায় ৩ শতাধিক গরীব , অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সোহাইরিয়া বিনতে ইসলাম,ডাঃ মোঃ মনিরুজ্জামান ,ডাঃ মোঃ জিয়াউল হাসান,ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন এ ছাড়া সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ নাঈমুর রহমান, মোঃ ফজলু মিয়া ও মোঃ ফয়সাল রিজভী।পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ‘র সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম কোতয়ালী শাখায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কর্মসূচী ব্যবস্থাপক (এপিএম) মোঃ আবু ইউসুফ ভূঁইয়া ,শাখা ব্যবস্থাপক মোঃ কবির হোসেন, আইটি অফিসার মোঃ এনামুল হক, জোনাল হিসাব কর্মকর্তা মাহফুজুর রহমান শাখার হিসাব কর্মকর্তা রানা পাল , সিনিয়র ক্রেডিট অফিসার এনামুল হক, দিপ্ত দে, সাবিনা ইয়াসমিন, মাকসুদুর রহমান ও রানা সাহা। সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র ৩২৪
টি শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন, তার ই ধারাবাহিকতায় আজ কোতয়ালী শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন , বিনামূল্যে ঔষধ ও চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং ড্রপ বিতরণ করা হয়েছে। উপ পরিচালক মোঃ ফিরোজ আল মামুন বলেন,পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচির সাথে সাথে স্বাস্থ্য সেবা কর্মসূচি পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচি আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেনতা, চক্ষু চিকিৎসা , গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। তাছাড়া সব সময় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) দরিদ্র, অসহায় , সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে আসা ফরিদ মিয়া পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করেন, এবং লিলি বাবুয়া নামে দরিদ্র মহিলা চোখে চশমা ও ড্রপ পেয়ে সংস্থার প্রধান নির্বাহী কামরুন নাহার ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন।।