চট্টগ্রামের দেওয়ান হাট মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট শুভ চৌধুরীর বিচক্ষণতায় ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয় এবং মালামাল গুলো প্রকৃত মালিককে ফেরত দেয়া হয়েছে।
সুত্রে প্রকাশ, ১৮ জানুয়ারী (বুধবার) রাত অনুমান সাড়ে ৯ ঘটিকায় ট্রাফিক পশ্চিম জোনের আওতাধীন ডবলমুরিং দেওয়ানহাট মোড় এলাকায় ডিউটিরত ছিলেন সার্জেন্ট শুভ, এসময় এক মহিলার কাছ থেকে কৌশলে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এমন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে প্রকৃত মালিক ভুক্তভোগী শাহানা ইয়াছমিন নামীয় মহিলাকে ফেরত দেয়া হয়।
এ প্রসঙ্গে সার্জেন্ট শুভ চৌধুরী বলেন, ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উর্মি ও মনি নামের ছিনতাইকারী দলের সদস্য দুই (নারী) শিশু সদস্যকে আটক করি তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, দুটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি দামী স্মার্ট ফোন উদ্ধার করা হয় তবে উক্ত ছিনতাইয়ের ঘটনার মুলহোতা গ্যাংলিডার সন্ত্রাসী সাইফুল নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উদ্ধার কৃত মালামাল মহিলাকে হস্তান্তর করি, ধৃতদের কে ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে ডবলমুরিং মডেল থানার মোবাইল টিমের নিকট সোপর্দ করা হয়। এদের বিরুদ্ধে থানা কতৃক পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহন করা হবে।