পল্লী মঙ্গল কর্মসূচী ( পিএমকে) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে । সংস্থাটির চট্টগ্রাম জোনের ফটিকছড়ি শাখা অফিসে মেডিসিন, গাইনী ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগন দিন ব্যাপী অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সোহাইরিয়া বিনতে ইসলাম,ডাঃ মোঃ মনিরুজ্জামান ,ডাঃ মোঃ জিয়াউল হাসান এ ছাড়া সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ নাঈমুর রহমান, মোঃ ফজলু মিয়া ও মোঃ ফয়সাল রিজভী।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম ফটিকছড়ি শাখায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কর্মসূচী ব্যবস্থাপক (এপিএম) সরদার সুলতান মাহমুদ,শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, জোনাল হিসাব কর্মকর্তা মাহফুজুর রহমান ,শাখার হিসাব কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ক্রেডিট অফিসার মোঃ শামীম হোসেন, ইসমাইল হোসেন মোঃ কফিল উদ্দিন, নিরুপন চাকমা । সহকারী পরিচালক বলেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ফ্রী মেডিকেল ক্যাম্প ছাড়া ও কৃষকের মাঝে সল্পমুল্যে টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন জাতের উচ্চ মানের কৃষি বীজ বিতরণ, BD Rural wash প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসম্মত বাথরুম নির্মাণ ।এ ছাড়া পিএমকে নার্সিং কলেজের মাধ্যমে বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স (৪ বছর মেয়াদি),ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়ারি (৩বছর মেয়াদি), পোষ্ট বেসিক বিএসসি ইন নার্সিং (২ বছর মেয়াদি) কোর্স চালু আছে।বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে এসে শাহানা বেগম বেগম নামে এক দরিদ্র নারী চিকিৎসাপত্র ও চিকিৎসাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ, চোখের বাইফোকাল চশমা, ড্রপ পেয়ে সংস্থার প্রধান নির্বাহী কামরুন নাহার ম্যাডামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।