রফিকুল আলম ।
চট্টগ্রাম আন্তঃস্কুল “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”(বালক) ২০২৪ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান ফটিকছড়ি সরকারি ডিগ্রী কলেজ মাঠে শনিবার ২৯ জুন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার।
উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
মোঃ নাজিম উদ্দিন মুহুরী,ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো:
মেজবাহ উদ্দিন,ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
সেলিম রেজা। অনুষ্টানে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” (বালক) ২০২৪ এ ৭৮ টি দল অংশগ্রহণ করে ৮ জোনে বিভক্ত হয়ে একে অপরের বিপক্ষে অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয় ১-০ গোলে ভুজপুর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অনুষ্টানের প্রধান অতিথি চ্যাম্পিয়ন নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে গোল্ডকাপ তুলে দেন ও অন্যন্যা পুরস্কার বিতরণ করেন।