চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৫৬টি নমুনা পরীক্ষা করে ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জন নগর ও ৭১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১১৭৬৪ জন।
তবে এই সময়ে করোনায় কোনো প্রাণহানী নেই বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে টানা দু’দিন করোনায় প্রাণহানী শূন্য চট্টগ্রাম।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭১ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, আনোয়ারার ৫, চন্দনাইশের ১৩, পটিয়ার ৪, বোয়ালখালীর ৫, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১৫, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৭, সন্দ্বীপের ২, মিরসরাইয়ের ২ ও সীতাকুণ্ডের ২ জন আছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য জানানো হয়।