1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম-১৪ স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বারের নির্বাচনী ইশতেহার ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ৬৫ Time View


চন্দনাইশ প্রতিনিধি


আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯১ নং আসনের চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকার স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর বাড়ীস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে গতকাল ৩ জানুয়ারী বিকালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেন “জনতার শক্তিতে, অপ্রতিরোধ্য গতিতে, নবজাগরণের প্রত্যয়ে” আগামী ৭ জানুয়ারী অত্র আসনের জনগন ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে আগামী ৫ বছরে ৩০টি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও তার স্বপ্ন বাস্তবায়ন করবেন। ইশতেহারের মধ্যে অত্র এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পকারখানা,কৃষক ও কৃষিখাতে উন্নয়ন সাধন,মানসম্পন্ন শিক্ষা বিস্তার ও শিক্ষার অবকাঠামো উন্নয়ন,চৌকিদার ফাঁড়িতে দ্রুত ব্রীজ নিমার্ণ, স্বাস্থ্যসেবায় উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার,সুশাসন প্রতিষ্ঠা, কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা,চুরি,ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ নাগরিক নিরাপত্তা,সন্ত্রাস,দূর্নীতি,চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজসহ জবাবদিহিতা নিশ্চিতে, জনগণের সাথে সংশ্লিষ্টতা অক্ষুন্ন রাখতে সুবিধা-অসুবিধা জানাতে প্রতি বছর জনতার মুখোমুখি অনুষ্ঠান করে জনগণের সাথে সরাসরি বিভিন্ন প্রশ্নের সুযোগ পাওয়াসহ নানা বিষয় স্থান পায়। নির্বাচনী ইশতেহার পাঠ করেন, স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর নির্বাচনী চিফ এজেন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আমানুল রশিদ হিরু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরী, কেওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরী, দোহাজারীর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা শেখ টিপু চৌধুরী, শওকত হোসেন ফিরোজ, অতিরিক্ত পি.পি. এড.নজরুল ইসলাম, খাগরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজা চৌধুরী, দক্ষিণ জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদুর রহমান নয়ন, জসিম, জহির চৌধুরী প্রমুখ।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com