চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা , ১’শ লিটার চোলাইমদ ও বহনকারী এপাচি মোটরবাইক সহ ৩ জনকে গ্রেফতার করেছে ।
থানা পুলিশ জানায়, ১৭ জুন চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বৈলতলী বশরত নগর এলাকার বোর্ড স্কুলের পার্শ্বে আব্দুল মোনাফের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ১ হাজার পিস ইয়াবা একই এলাকার আহমদ শফির পুত্র রেজাউল করিম প্রকাশ বাপ্পি (৩৬) কে গ্রেফতার করা হয়। অপরদিকে পৃথক অভিযানে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ শঙ্খ নদীর ব্রিজের উপর অভিযান চালিয়ে ১শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি লাল রংয়ের এপাচি মোটরবাইকসহ উপজেলার কাঞ্চননগর এলাকার ৮ নং ওয়ার্ডের হারুনুর করিমের পুত্র মোঃ আলমগীর ( ৩১) ও জোয়ারাস্থ মৃত আব্দুল হাকিমের পুত্র মোঃ বেলাল (৪০) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় পৃথক ২টি মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃদের আদালতে প্রেরণ করা হয়েছে।