এসএম রাশেদ
চন্দনাইশে হঠাৎ করে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার সর্বত্রে আতংক বিরাজ করছে।
একদিকে উপজেলা প্রশাসন,সেনাবাহেনী,পুলিশসহ লকডাউনে মানুষকে ঘরে রাখার চেষ্টা করলেও কিন্তু ৫ম দিনে দেখা গেছে, উপজেলার সকল হাটবাজারে মানুষের আনাগোনা বেড়ে গেছে। ফলে হু হু করে করোনা রোগীর সংখ্যাও বেড়ে গেছে। লকডাউনের ১ম দিন থেকে ৫ম দিন পর্যন্ত ৫২ জনের করোনা পরিক্ষার মধ্যে ২৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
অর্থাৎ সোমবার (৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে ১৭ জন রোগীকে তাৎক্ষণিক নমুনা পরীক্ষার পর ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় বলে নিশ্চিত করেছেন, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী। তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া চন্দনাইশ হাসপাতালের আইসোলশনে রয়েছেন ৪ জন কোভিড রোগী।