চন্দনাইশ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ মৌসুমে আউশ ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উপলক্ষে ২২ এপ্রিল সকালে উপজেলা অডিটিরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
চট্টগ্রাম -১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ পৌসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, চেয়ারম্যান হাবিবুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামুল্যে সার, বীজ,চারা সহ বিভিন্ন উপকরন বিনামুল্যে বিতরন করছে সরকার। অনুষ্ঠানে প্রায় ৭’শ ক্ষুদ ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।