চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে পুকুরে ডুবে রিফাত (৩) নামের এক শিশু মারা গেছে। ঘটনাটি গত ১৩ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে উপজেলার বৈলতলী চর পাড়া এলাকায় ঘটে। রিফাত ওই এলাকার মোঃ লিটনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাতকে বাড়ীতে রেখে তার মা পাশ্ববর্তী নলকুপে পানি আনতে যায়। সেখান থেকে এসে খোঁজাখুজি করার এক পর্যায়ে বাড়ীর পার্শ্ববতী পুকুরে রিফাতের নিথর দেহটি ভেসে উঠে। এসময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রিফাতের মৃত্যুতে পুরো চরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।