উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চন্দনাইশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা বুধবার (১ জুন ) বিকেলে গাছবাড়িয়া সরকারী কলেজ স্টোডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় বরকল ফুটবল একাদশকে হারিয়ে ০-১ গোলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন দোহাজারী পৌরসভা ফুটবল একাদশ। খেলা শেষে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক নাছরীন আক্তারের সভাপতিত্বে খেলার মাঠে এক পুরস্কার বিতরণীসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা।
প্রকৌশলী জুনায়েদ আবছার, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , এডভোকেট খোরশেদ বিন ইসহাক , এস এম সায়েম, আব্দুর রহিম চৌধুরী,
উপজেলা নির্বাহী প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় , উপজেলা পরিষদ সচিব, সরওয়ার আহসান, চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আসকর খান বাবুসহ থানা প্রশাসন, সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ববর্গ । ধারাভাষ্যকার ছিলেন, সাবেক ফুটবলার আমিনল ইসলাম, আব্দুল মন্নান ও সাংবাদিক কামরুল ইসলাম।