চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে কবুতরের বাসায় কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ রাকিব (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চন্দনাইশ পৌরসভার নোয়াপাড়া এলাকায় ৮ জুন মঙ্গলবার দুপুরে ।
নিহত রাকিব, ওই এলাকার মোঃ আব্দুর রহমানের পুত্র। রাকিব বরকল এলাকায় গ্রীল ওয়াকর্সপে হেলপারের কাজ করেন বলে জানা গেছে ।জানা যায়, রাকিব কবুতরের বাসায় কাজ করতে গিয়ে বাড়ির আর্থিং এ বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে চন্দনাইশ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর রাকিব বেঁচে আছে পরিবারের এমন সন্দেহ লাগলে তাকে আবারো বিসিজি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানেও তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।