চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪জন আসামীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, ১০ অক্টোবর রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলার আসামী মোঃ পিয়ারু(৩২), পিতা-জাগির হোসেন, সাং-বড় হাতিয়া, হার পাড়া(হাছিনার বাপের বাড়ি), থানা-লোহাগাড়া, মোঃ আবছার(৩৯), পিতা-মৃত শহীদুল ইসলাম, সাং-পেকুয়া, সাবেক গুলদি, পকুয়া,কক্সাবাজার,
জিআর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ বাহার উদ্দিন(৩৫), পিতা-নজির আহম্মেদ, সাং-জামিজুরী(ঘোরা পাড়া) ও সিআর মামলার পলাতক আসামী লোকমান মাষ্টার(৭০), পিতা-মৃত আফজল মিয়া, সাং-দক্ষিণ বৈলতলী, চন্দনাইশকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের থানা পুলিশ ১২ অক্টোবর আদালতে প্রেরণ করেছে।