নিউজ ডেস্ক
চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭ মে দিবাগত রাতে এজাহারনামীয় নিয়মিত মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী রশিদ আহামদ(৫৫), পিতা- মৃত কালু মিয়া, কুলছুমা বেগম(৪৫),স্বামী-রশিদ আহামদ, পিতা-রশিদ আহামদ, হাসিনা আকতার(৩০), স্বামী-মোঃ হাশেম, নার্গিস আকতার(২৫), স্বামী-মোঃ টিপু, সর্বসাং-সাতবাড়িয়া, পলিয়ার পাড়া(নদ্দাইয়ার বাড়ি), অন্যাদিকে পৃথক অভিযান চালিয়ে রতন ঘোষ(৪০), সত্যজিৎ ঘোষ(৩৫) ও সজীব ঘোষ(২৫), সর্বপিতা-মৃত সুকুমার ঘোষ, সর্বসাং-মধ্যম হাশিমপুর, নাছির মোহাম্মদ পাড়া, চন্দনাইশকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবতী সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃদের পুলিশ আজ ১৮ মে আদালতে প্রেরণ করেছে।
২০২০.৫.১৮,১:৪০পিএম