1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

চন্দনাইশে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫ Time View

চন্দনাইশ প্রতিনিধিঃ
“গড়বো মোরা ছাগলের খামার, দরিদ্র বিমোচন হোক অঙ্গীকার” এমন ¯প্রতিপাদ্য নিয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশে বø্যাক ব্যাঙ্গল জাতের ছাগল এক্সিভিশন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ফয়সালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ডেইরি ফার্মার এসোসিয়েশন সভাপতি ছালেহ আহমদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আজিজ, কনক বড়ুয়া, মো. জহুরুল ইসলাম, মো. সেলিম উদ্দীন, সুজন কান্তি রক্ষিত, মো. শাহেদ, কৃষ্ণ চন্দ্র বর্মন, মো. এমরান, আরব আলী, ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম নয়ন, জাহিদুর রহমান চৌধুরী, কাজী নাজমুল ইসলাম রুমি, সুকান্ত দাশ, আরিফুল ইসলাম প্রমূখ। চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ১২জন খামারী প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

এদের মধ্য হতে পাঠা ছাগল ক্যাটাগরী ও ছাগী ছাগল ক্যাটাগরিতে দুইজন খামারীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়। অন্যান্য খামারীদের মাঝে ছাগলের খাবার, বাচ্চার জন্য দুধ, কৃমি নাশক, মিনারেল ও ভিটামিন বিতরণ করা হয়। এছাড়া তিন জন খামারীকে ছাগলের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেন, আগামীর প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে প্রাণীজ আমিষের প্রয়োজন। প্রাণীসম্পদ খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে। এতে করে বেকারত্বের হার কমে যাচ্ছে। প্রাণীসম্পদ অধিদপ্তরকে প্রযুক্তিগতভাবে আধুনিকায়নের মাধ্যমে এ খাতের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এর ফলে উৎপাদিত দুধ, ডিম ও মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com