চন্দনাইশ প্রতিনিধি
আগামী ২০ জুন চন্দনাইশে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত ঘর উদ্ধোধন উপলক্ষে ১৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলায়তনে চন্দনাইশে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রেস ব্রিফিং করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।
চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলামের পরিচালনায় প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মাহফুজা জেরীন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হির“,উপজেলা প্রকল্প কর্মকর্তা জহির“ল ইসলাম, বৈলতলী ইউ পি চেয়ারম্যান আনোয়ার“ল মোস্তফা চৌধুরী দুলাল, সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি এস এম রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, দোহাজারী প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজসহ ফোরামের অন্যান্য সদস্যসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলে, মুজিব বর্ষ উপলেক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার বৈলতলী ইউনিয়নের বশরতনগর মৌজায় ৭০ একর জমির ওপর ২৯ টি সেমিপাকা ঘর ও অপরদিকে দোহাজারী পৌরসভার দিয়াকুল মৌজায় ৮০ একর জমির ওপর ২২টি সেমিপাকা ঘর নির্মাণকাজ প্রায় শেষের পথে। আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের ঘর হস্তান্তর করা হবে। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তনিি আরো বলনে, সরকারি খাস জমিতে উপকারভোগীদের ২ শতক জমির ওপর সেমিপাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। সবগুলো ঘর সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। ইটের দেয়াল, উপরে রঙিন টিনের চাউন।ি প্রতিটি ঘরে ২টি শোবার ঘর, রান্নাঘর, টয়লেট সংযুক্ত, খোলা বারান্দাসহ অন্যান্য সুবিধা থাকছে।