চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যায়যায়দিনের বর্ষপূর্তি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে কেক কাটার মাধ্যমে এক অনষ্ঠানের আয়োজন করা হয়। ৩০ জুন দুপুরে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম কার্যালয়ে ফোরামের সভাপতি এস এম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কাঞ্চনাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর।
সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম সম্পাদক খালেদ রায়হান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেলে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন চন্দনাইশ প্রতিনিধি এবং চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সাংবাদিক জামাল চৌধুরী বিপ্লব, এ এস আই আবু মুসা, প্রথম আলো প্রতিনিধি আব্দুর রাজ্জাক, এম ডি সাগর, তাহেরা বেগম, সাংবাদিক যথাক্রমে আবিদুর রহমান বাবুল, এম ফয়েজুর রহমান,মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি নুরুল আলম, আবু তালেব আনসারী হেলালুদ্দীন নীরব, এস এম ওমর ফারুক, কামরুল ইসলাম মোস্তফা, এম এ হামিদ, ফয়সাল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, যায়যায়দিন অগণিত পাঠকের মন জয় করে হাঁিট হাঁটি পা পা করে ১৬ বছরে পর্দাপন করায় সম্পাদক,কৌলকৌশলী,সাংবাদিকসহ পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়।