এস এম মহিউদ্দিন চন্দনাইশ( চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শুভসংঘের উদ্যোগে ৩০ আগষ্ট সোমবার বিকেলে উপজেলার গাছবাড়িয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন সামাজিক সংগঠনকে চারা বিতরন ও বৃক্ষ রোপন অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান উপ- কমিটির সিনিয়র সদস্য আবদুল কৈয়ম চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার শতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিকে চারা বিতরন করা হয়েছে। চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এম রাশেদ, সাধারন সম্পাদক কামরু উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল।