চন্দনাইশ প্রতিনিধি ঃ
চন্দনাইশ উপজেলার সমাজসেবী মূলক সংগঠন ছৈয়দাবাদ সবুজ সংঘের উদ্যোগে চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
গত শুক্রবার সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহমদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন, মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী, আব্দুর রহমান, আনু সওদাগর, জসিমউদ্দিন সও. প্রমুখ।
এসময় সভায় বক্তারা বলেন,জলবায়ু ও মাটির গুনে প্রাচীন কাল থেকেই বাংলাদেশ সবুজের সমারোহের জন্য সুপ্রসিদ্ধ। আর এ সমারোহ শুধুমাত্র গাছের জন্য সংখ্যাধিক্যে সীমাবদ্ধ ছিলনা, প্রজাতীর বৈচিত্রও সমৃদ্ধ ছিল ।
এছাড়া গাছ আমাদের অক্সিজেন দেয়, আর্থিক সহয়তাসহ নানা কাজে গাছ ব্যবহার হয়। তাই প্রতিটি মানুষের দরকার একটি করে গাছ রোপনের আহবান করেন।