চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বড়পাড়া এলাকায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি শনিবার বিকাল সাড়ে ৫টায় ঘটে। নিহত হুমায়ুন উদ্দীন কক্সবাজার খুটাখালী এলাকার নুর হোসেনে পুত্র। সে কর্ণফুলীর কোরিয়ান ইপিজেডের এইচকেডি আউটডোর ইনোভেশন লিমিটেডে সিনিয়র সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন বলে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের বড়পাড়া (কসাই পাড়া) এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হুমায়ুন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা স্বীকার করে বলেন, নিহতের পরিচয় পাওয়া গেছে পরিবারের লোকজন আসলে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান।