1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

চন্দনাইশে ৩৩ মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৫৯ Time View

এসএম রাশেদ


চন্দনাইশে লকডাউনের ৩য় দিনেও পৃথক অভিযানে ৩৩ মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের নেতৃত্বে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারি, কালির হাট, বাংলাবাজার, মৌলভীবাজার, সাতঘাটিয়া পুকুর পাড় ও চন্দনাইশ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৃথক অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধি নিষেধ লঙ্ঘন করার অপরাধে ৩৩টি মামলায় ১২ হাজার ৬শ ৪০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সাংবাদিকদের জানান, “জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় তদারকি করছে উপজেলা প্রশাসন। এছাড়া সেনাবাহিনী ও পুলিশ নিয়োজিত আছে। মাস্ক পরিধানে জনসাধারণের মধ্যে উদাসীনতা থাকলেও দোকান ও রেস্টুরেন্ট খোলা রাখার ব্যাপারে ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা প্রতিপালন করতে দেখা গেছে। বাজারগুলোতে লোকজন ভিড় করছে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com