চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে এক অগ্নিকান্ডে ৫ বসত বাড়ী ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানাগেছে। ঘটনাটি গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাঞ্চননগর খন্দকার বাড়ী এলাকায় ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার ওসমান গনি জানান, উপজেলার কাঞ্চননগর ৭নং ওয়ার্ড এলাকার খন্দকার পাড়া এলাকার মনজুরুন্নাহারের রান্না ঘরের গ্যাসের আগুন থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় অগ্নিকান্ডের সূত্রপাত্র হয়ে নিমিষে মোঃ একরাম,মনজুরুন্নাহার,মোঃ আবুল কালাম, ফিরোজা বেগম, জেবুন্নাহারের বাড়ী নিমিষে পুড়ে যায়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় চন্দনাইশ ফায়ার সার্ভিস ও পটিয়া ফায়ার সার্ভিস যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এতে অগ্নিকান্ডে আসবাবপত্র,প্রয়োজনীয় কাগপত্র,নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।