মোঃ জাহিদুর রহমান চৌধুরী
চন্দনাইশ দোহাজারী পৌরসভা ছাত্রলীগ’র উদ্যোগে ২৮ শে সেপ্টেম্বর সকাল ১০ টাই দোহাজারী পৌরসভা অফিসের সামনে কেক কাটা মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্ম বার্ষিকী পালন করেন।
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন দোহাজারী পৌরসভা ছাত্রলীগ নেতা নাহিয়ান হোজাইফ রনি।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুউদ্দীন মোহাম্মদ মানিক ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য জাহেদুল ইসলাম নয়ন।
আরো উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান জিকু, রনি,তুর্য্য বড়ুয়া, মো.আরিফ, মোঃ ফারুক ,মোঃ হাসান, মোবিন,মো.আরফাত, মো.তানভীর, মো.মারুফ, মেহেদী , মোঃ জাসেদ, মো.রায়হান, অনিক নাথ, অয়ন বৈরাগী সহ আরো অনেকই।