চন্দনাইশে পুকুরে ডুবে রিশাদ (৪) নামের এক শিশুর সলিল সমাধির খবর পাওয়া গেছে। ঘটনাটি ১৫ জুন সকাল সাড়ে ১০টায় উপজেলার গাছবাড়ীয়া এলাকায় ঘটে। নিহত শিশু রিশাদ ওই এলাকার মোঃ রাশেদের পুত্র।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুশনী বলেন,মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে পড়ে যাওয়া শিশু রিশাদকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।