খালেদ রায়হান:
চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের অনুমোদনে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ত্যাগী ছাত্রনেতারা রাজপথে অবস্থান নিয়েছে শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে জেলা নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে স্লোগান দেয় এসময় সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
ত্যাগীদের বাদ দিয়ে বিবাহিত,অছাত্র,অনুপ্রবেশকারী,কিশোর গ্যাং নেতা ও ইয়াবা কারবারি দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারী পদবঞ্চিত ছাত্রনেতারা।
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও ওসি নাসির উদ্দীন সরকার।আরো উপস্থিত হন দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা মুছা তছলিম,আজিজুর রহমান আরজু এবং ছাত্রলীগের সিনিয়র নেতারা উপস্থিত হয়ে জেলা আওয়ামীলীগ, সাংসদ এবং জেলা ছাত্রলীগের সাথে সমন্বয় করে ত্যাগীদের মূল্যায়ন করার আশ্বাস দেন।
আজ শনিবার সকাল থেকে পদবঞ্চিত ছাত্রনেতারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে। পদবঞ্চিত ছাত্র নেতা জাহিদূর রহমান চৌধুরী জানান অবৈধ কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর করে এখন পর্যন্ত ৩৫ জন পদত্যাগ করেছে। অতিশীঘ্রই আরো অনেকে পদত্যাগ করবে।