প্রদীপ শীল, রাউজান
রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালীঘোনায় আশি বছর বয়সী বৃদ্ধ সামশুল আলমের বাড়ি ভিটা কেড়ে নিয়ে একপুত্র ঘর থেকে বের করে দেয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায় ৭ ও ৮সেপ্টেম্বর। এই সংবাদ প্রকাশ পেলে বৃহস্পতিবার সকালে ঘটনা জানতে বৃদ্ধার বাড়িতে ছুটে যায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। তিনি ওই বাড়িতে ডেকে আনেন মেয়ের বাড়িতে আশ্রয় নেয়া বৃদ্ধ সামশুল আলমকে। তবে প্রতারণার মাধ্যমে জোর করে বাবার সম্পত্তির দলিল করে নেয়া পুত্র সেলিম উদ্দিন এসময় বাড়িতে ছিলেন না। ইউএনও বৃদ্ধের মুখ থেকে প্রতারণার মাধ্যমে হেবা দলিল করার ঘটনা শুনেন।
কথা বলেন বৃদ্ধের সদ্য প্রবাস ফেরত অপর একপুত্র মোহাম্মদ বেদারের সাথে। বেদার তার ভাই সেলিমের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধ বাবার সম্পত্তি জোর করে দলিল করার অভিযোগ এনে নির্বাহী কর্মকর্তার কাছে প্রতারণার মাধ্যমে সৃষ্টি করা দলিল বাতিল করতে আবেদন করেন। ইউএনও এসময় তাদের উদ্দেশ্যে বলেন, যেহেতু প্রতারণার মাধ্যমে দলিল সৃষ্টির মামলা আদালতে রুজু আছে। সেহেতু বিষয়টি আদালতের বিজ্ঞ বিচারক দেখবেন। এখন থেকে ক্যান্সার আক্রান্ত সামশুল আলম তার বাড়িতে থাকবে। তার যাবতীয় ভরনপোষন ছেলেদের চালাতে হবে। এর ব্যত্যয় হলে ছেলেদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি বিষয়টি নিশ্চিত করতে এলাকার চেয়ারম্যানকে দায়িত্ব দেন। বৃদ্ধকে ক্যান্সার চিকিৎসার জন্য সরকারি সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে বলে যান।