1. Eskander211@gmail.com : MEskander :
  2. rashed.2009.ctg@gmail.com : চাটগাঁইয়া খবর : চাটগাঁইয়া খবর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

জাতির পিতা’র শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন ফটিকছড়ি উপজেলা প্রশাসনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬১ Time View

রফিকুল আলম, ফটিকছড়ি :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে  বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও সংরক্ষিত মহিলা আসন-৩০৬ সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‍্যালি শেষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী  অনুষ্টান শহীদ শফিকুন নুর মওলা বীর প্রতীক গণ মিলনায়তনে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রহমান সানি’ র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টানে অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, বাংলাদেশ আওয়ামী লীগ উত্তর চট্টগ্রাম জেলা সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান অ্যাডভােকেট ছালামত উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভা মেয়র একে জাহেদ চৌধুরী ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দীন ফারুকী, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) এস এম আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ও বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এটিএম কামরুল ইসলাম। মাষ্টার নাসির উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টান শেষে সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপজেলার ২ শত বীর মুক্তিযোদ্ধাকে জন প্রতি ৫ শত টাকার প্রাইজ বন্ড ও ৫ টি করে বিভিন্ন জাতের গাছের চারা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্টানে বীরমুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফটিকছড়ি আওয়ামীলীগ :

অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে  বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন।

ফটিকছড়ি পৌরসভা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট শাহাদতবরণকারী সকল শহিদের স্বরণে ফটিকছড়ি পৌরসভা কার্যালয়ে খতমে কোরআন ও মোনাজাত শেষে এক আলোচনা সভা পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা মাওলানা মো: ইউসুফ, কমিশনার গোলাপ মওলা,কমিশনার হেলাল উদ্দীন,কমিশনার ফিরোজা বেগম ও কমিশনার সেলিনা আকতার। পরে পৌরসভা কার্যালয়ে ও ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে  বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।



Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

© All rights reserved © 2017 chatgaiyakhobor.Com