দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী জামিজুরী নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক,দানবীর ও শিল্পপতি আলী আকবর।
আজ ৮ জুন শনিবার দুপুরে পৌর কার্যলয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি ও দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিমের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন সমাজ সেবক আলী আকবর।
এসময় উপস্থিত ছিলেন, বালক বিদ্যালয়ের সাবেক পরিচালনা পরিষদের সভাপতি বিষ্ণযশা চক্রবর্তী, প্রধান শিক্ষক শ্যামল কান্তি চক্রবর্তী, মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রদীপ দাশ, পলাশ দাশ, শিক্ষক মাওলানা নুরুল হক প্রমুখ।
এসময় শিল্পপতি আলী আকবর বলেন, শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদানের সুবিধার্থে ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি অতিতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও তিনি পাশে থাকবেন বলে জানান।