ক্রীড়াবিদ পটিয়ার মোহাম্মদ আজিজুল ইসলাম সমাজ সেবা কাজের স্বীকৃতিরূপ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্যপদ লাভ করেছেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জেন ডাক্তার শেখ ফজলে রাব্বি তার হাতে এ সনদ পত্র তুলে দেন। সমাজ সেবা অধিদপ্তরের সুপারিশক্রমে মোহাম্মদ আজিজুল ইসলামকে রোগীর সেবার জন্য এই সনদ প্রদান করা হয়।
এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য সনদও অর্জন করেন। রোগীদের কল্যাণে তিনি দীর্ঘদিন মানবতার সেবায় কাজ করেছেন। ক্রীড়াঙ্গনে আজিজুল ইসলাম একজন সফল ক্রিকেট খেলোয়াড়।
খেলাধুলার পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে জড়িত রয়েছেন। ভবিষ্যতে তিনি সমাজ সেবায় নিজেকে ব্রত রাখতে চান