রফিকুল আলম :
তাতারস্তান প্রেসিডেন্টের আমন্ত্রনে গত ১৯ ও ২০ মে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী কনফারেন্স তাতারস্তানে সম্পন্ন হয়েছে।এতে দক্ষিন এশিয়া তথা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ গ্রহন করেন,তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। সফরসঙ্গী ছিলেন,বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান তরুণ রাজনীতিবিদ আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। কনফারেন্সে সকল আমন্ত্রিত ডেলিগেটরা তাতারস্তান প্রেসিডেন্ট এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রাষ্ট্রীয় এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন’র ডেপুটি ফরেন মিনিষ্টার,এম্বেসেডর এডলার,ও তাতারস্তান প্রেসিডেন্ট,সৌদি আরব,কাতার সহ মুসলিম দেশের প্রতিনিধি,ওআইসি’র সেক্রেটারী প্রতিনিধি সহ উক্ত ইসলামী কনফারেন্সে সারা বিশ্ব থেকে ৩৫ জন ডেলিগেট অংশ গ্রহন করেন। আমন্ত্রিত ডেলিগেটদের জন্য রাশিয়া ও তাতারস্তান সরকার নির্ধারিত রাষ্ট্রীয় সব অনুষ্টানে আমন্ত্রিত ডেলিগেটদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে সম্মান জানান।
এ সফর শেষে আজ ২১ মে সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী দেশে ফিরবেন।