ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী পূণ:রায় কাউন্সিলর নির্বাচিত হয়েছে। গত ২ নভেম্বর অনুষ্টিত নির্বাচনে তিনি ১নং ওয়ার্ড হতে কাউন্সিলর পদে নির্বাচন করে ডালিম প্রতিক নিয়ে মাত্র ২ ভোটের ব্যবধানে জয়লাভ করায় সমগ্র ফটিকছড়ি জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা যায়, উক্ত ১ নং ওয়ার্ড হতে নির্বাচনে মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী ১ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ১ হাজার ২৯ ভোট। উক্ত নির্বাচন ই বিএম’র মাধ্যমে ভোট গ্রহন করা হয়। এ বিষয়ে সাংবাদিক রফিক বলেন, জীবন চলার পথে হয়তো কোন ভাল কাজ করেছি বলে সৃষ্টিকর্তা সহায় হয়েছেন। তিনি বলেন,নির্বাচনে আমার নির্বাচনী এলাকা ও সকল প্রবাসী প্রিয়জনরা আমাকে আন্তরীক ভাবে সহযোগিতা করেছেন বলে জয়লাভ করা সম্ভব হয়েছে।
এই জয় আমার নহে, আমার সন্মানীত এলাকাবাসীর। তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, এলাকাবাসীর আন্তরীক ভালবাসা, মায়া মমতা ও স্নেহ আমার জীবন চলার পথে স্বরণীয় হয়ে থাকবে। আশা করি আগামীতে চলার পথে প্রিয়জনদের প্রেরণা অব্যাহত থাকবে। উল্লেখ্য মুহাম্মদ রফিকুল আলম চৌধুরী ২০১৭ সালে ৩০ অক্টোবর ডালিম প্রতীক নিয়ে প্রথম বার পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।