ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধি
সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের সংকটের মধ্যেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি উচ্ছ্বাসের দিন। এই দিনটি সারা বিশ্বের প্রতিটি মুসলমানদের জন্য বিশেষ করে আনন্দের। এক বছর ধরে এই দিনটার অপেক্ষা থাকে মুসলিম হৃদয়ে। পবিত্র ঈদ-উল -আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট-এর গর্ব, মানবিক দক্ষ দায়িত্বশীল পুলিশ অফিসার এবং চট্টগ্রাম সিএমপি (ডিবি-উত্তর) এর উপ-পুলিশ কমিশনার মো. আলী হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় উপ-পুলিশ কমিশনার আলী হোসেন বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব। এই ঈদুল আযহা বয়ে আনুক সবার জীবনে অনাবিল শান্তি। দূর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ-অনুরাগ। ঈদ-উল-আযহা পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সারা বছর সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন যাপনের তৌফিক দান করুক আমিন। আসুন আপনার প্রতিবেশি অথবা হতদরিদ্রদের সঙ্গে ঈদের একটু খুশি ভাগাভাগি করে নিয়ে ঈদকে আরো মহিমান্বিত করে তুলি।
এছাড়াও দেশবাসী সকল মানুষদের পশু কোরবানীর পর নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গবাদি পশুর রক্তে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা যেন লার্ভা ফোটাতে না পারে, সে জন্য কাজ শেষেই যত দ্রুত সম্ভব রক্ত পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটাতে হবে।
পরিশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা ও অফুরন্ত সুখ-শান্তি সবার জীবনকে ঈদের ন্যায় অব্যাহত ভাবে স্পর্শ করুক। এই করোনার দুঃসময়ে সবার একটাই প্রার্থনা, যে যেখানেই থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন এ কামনায় করছি।