ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধি
আসছে আগামী ২১ জুলাই”২০২১ইং বুধবার সারা- বিশ্বের মুসলমানের জন্য বড় দিন। আর এই পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ধর্ম-বর্ণ নিঃশেষে সম্প্রীতির বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নবাসী তথা দেশ-বিদেশের সকল মুসলমানদের প্রতি শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন,
বাংলাদেশ আওয়ামীলীগ গজালিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও গজালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এবং বড় বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মানবপ্রেমিক ব্যক্তি বাবু উসুই ঞোয়ই মার্মা জয়।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ উল আযহা। এ দেশে এই উৎসবটিকে আবার কুরবানি’র ঈদ নামে সবাই চেনে। ঈদ উল আযহা হলো ত্যাগের উৎসব। এই দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল কুরবানি বা জবাই দিয়ে থাকে। ইসলাম ধর্মে যার যাকাত দেয়ার সামর্থ্য রয়েছে তাঁর ওপর ঈদ উল আযহা উপলক্ষেই পশু কুরবানি করাটি ওয়াজীব বলে জানি। আর বার বার ফিরে আসে ‘ঈদ’।
ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, তাই একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বার বার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টিকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে। মহান সৃষ্টিকর্তা মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।
পরিশেষে তিনি সকলের উদ্দেশ্য বলেন, স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় এবং কুরবানীর পশু জবাই যথাস্থানে করে সঙ্গে সঙ্গে বর্জ্য অপসারণ করে পরিবেশটাকে সুন্দর রাখার কথাও জানান তিনি।
নতুন এক আলোকিত ভোরের প্রত্যাশায় সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।