চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারী সভাস্থ দেওয়ানহাট আরকান সড়কস্থ জাছিম কনভেনশন হল মিলনায়তনে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যেগে ১৩ অক্টোবর সোমবার দুপুরে বিট পুলিশিং সিসি ক্যামেরা স্থাপন, ব্যবসায়ী,সুশীল সমাজ নেতৃবৃন্দের সহিত আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, বিশেষ অতিথি দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ ইয়াছিন আরাফাত, আবুল কাশেম লেদু ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হাকিম, দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আরাফাত আহাম্মদ, দোহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, কাতার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আবদুল মাবুদ, সমাজ সেবক মোঃ আফনান ইসলাম,সাংবাদিক এমএ রাজ্জাক রাজ প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, দোহাজারী আইন শৃঙ্খলা রক্ষায় ও দোহাজারী পৌরসভাকে নির্বাচনমুখী করতে এবং জনদূভোর্গ থেকে রক্ষা পেতে সকলকে একসাথে কাঁদে কাঁদ মিলে কাজ করার আহবান জানান।