দক্ষিণ চট্টগ্রামের উপ-শহর খ্যাত দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টারের ২য় তলায় ৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টায় শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিকমানের রুপসী বিউটি পার্লারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সেপেক্টর তদন্ত) মোঃ আবদুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন, দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও যুবলীগ নেতা আলহাজ্ব লোকমান হাকিম, বিলুপ্ত দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি আবদুর শুক্কুর, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম খান, সম্পাদক মুহিম বাদশা, নুরুল হক,প্রদীপ দাশ, দোহাজারী পত্রিকা এজেন্ট নুরুল আমিনসহ শপিং সেন্টার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
রূপসী বিউটি পালারের মালিক এসএম মুছা বলেন, দোহাজারীতে একটি আধুনিকমানের বিউটি পার্লারের প্রয়োজনীয়তা অনুভব করে এ বিউটি পার্লারের যাত্রা শুরু করেছে। শীতাতপ নিয়ন্ত্রিত উক্ত বিউটি পার্লারে একসাথে অনেকের রূপ চর্চা করা যাবে।