বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ -|- ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
chatgaiyakhobor.com - news@chatgaiyakhobor.com - www.facebook.com/chatgaiyakhobor/

দোহাজারীতে করোনায় আক্রান্ত ব্যাক্তির দাফন কাফন সম্পন্ন করেছেন গাউছিয়া কমিটি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এক করোনায় মারা যাওয়া লাশকে মোহাম্মদ নুরুজ্জামান (৬০) কে এম্বুলেন্স সেবাসহ গোসল, কাফন, জানাযা, দাফন সম্পন্ন করলো গাউছিয়া কমিটি বাংলাদেশ ।


জানা যায়, সুরুত আলী মাস্টারের বাড়ির বাসিন্দা আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জনাবা নার্গিস আক্তারের পিতা মোহাম্মদ নুরুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ ডিসেম্বর সকাল ৯ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মারা যাওয়ার পর থেকে গাউছিয়া কমিটি বাংলাদেশ সদস্যবৃন্দ এম্বুলেন্স সেবাসহ গোসল, কাফন করেন।

পরে দুপুর ২টায় তাঁকে পূর্ব দোহাজারী বাইতুর রহমান জামে মসজিদ মাঠে চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটি চন্দনাইশ টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী সাহেবের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কমিটির সদস্যবৃন্দ তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন বলে জানা যায়।