চন্দনাইশ প্রতিনিধি
দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা করেছে।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন রাতে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ শঙ্খ নদীর ব্রীজের উপর অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আসামি সাতকানিয়া রসুলাবাদ এলাকার মৃত আব্দুল আজিজ এর পুত্র আব্দুর রহিম প্রঃ বাসেক(৪০) গ্রেফতার করেন। এ সংক্রান্তে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।