চন্দনাইশ প্রতিনিধি
ফ্যালকন ট্রেডিং ইস্ট কর্তৃক আয়োজিত বেক্সিমকো ২০২০ বাৎসরিক বন্ধন প্রোগ্রাম এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান দোহাজারী পৌরসভার তামিম সেন্টারের সামনে বুধবার (৬ জানুয়ারি) বিকালে বেক্সিমকো স্মার্ট এলপিজি সিলিন্ডারের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলার পরিবেশক ফ্যালকন ট্রেডিং সত্বাধিকারী মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বেক্সিমকো চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি হাজী ইউছুফ সওদাগর, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, ইসলামি ব্যংক দোহাজারী শাখা ব্যবস্থাপক সুলতান-উল-আলম, সাংবাদিক এসএম রাশেদ, এম.ফয়েজুর রহমান,
বেক্সিমকো এলপিজি টেরটরি ইনচার্জ মাহাথির রিদওয়ান উদ্দীন, চন্দনাইশের এসআর মোঃ ইউনুচ রানা প্রমূখ। অনুষ্ঠান শেষে চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় বেক্সিমকো এলপিজি স্মাট সিলিন্ডার ২১জন সর্বোচ্চ বিক্রেতাদের পুরষ্কৃত করেন ফ্যালকন ট্রেডিং ইস্ট।