চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান (চট্টমেট্টো-ট-১১-৪১০৪) থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) ভোর রাত ৩টায় তাদের আটক করা হয়। আটকরা হলেন- চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার সহিদপাড়া এলাকার মৃত নিরধ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (৩৪), নোয়াখালী জেলার কবির হাট থানার ধান শালিক ইউনিয়নের মুহামিরাজ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বেলায়েত হোসেন (৪২), কক্সবাজার জেলার ঈদগাঁহ থানার জালালাবাদ ইউনিয়নের ইদ্রিছপুর এলাকার মো. আফছার কামালের ছেলে মো. সফিউল হক ওরফে ইমন (২০)।
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান খান জানান, টেকনাফ থেকে পুরাতন টায়ার বোঝাই কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচার হচ্ছে গোপন সংবাদে এমন তথ্য পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দোহাজারী পৌরসভা সদরে সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে টায়ারের ভেতরে লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি।
এসময় টায়ারের মালিক পরিচয় দেওয়া নয়ন মজুমদার, কাভার্ডভ্যান চালক বেলায়েত হোসেন ও তার সহকারী সফিউল হক ওরফে ইমনকে আটক করি।” গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার।